ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সূত্রে খবর, বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চিনা সহ ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বৃহস্পতিবার এই ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বিবিসি তার আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮.৫ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের চেষ্টা করছে। যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রেডিওতে বন্ধ হওয়া বেশ কিছু ভাষা চালু হবে অনলাইনে।এই ১০টি ভাষা ছাড়া কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু সম্প্রচারও বন্ধ হতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে চিনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা ভাষাকে অনলাইনের আওতায় আনা হয়েছে।
এছাড়া বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। যার ফলে বিবিসির বার্ষিক সঞ্চয় হতে পারে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড। বেশ কিছু ভাষার কার্যালয় সেই দেশে স্থানান্তরিত করা হচ্ছে। থাই পরিষেবা ব্যাংককে, কোরিয়ান পরিষেবা সিউলে, বাংলা পরিষেবা ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে স্থানান্তর করা হবে।