বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। ২০২২ সালের সূচকে অবস্থান একধাপ নিচে নেমে হয়েছে ১২তম। এমনটাই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থান শুধু আফগানিস্তানের। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, আর কম দুর্নীতি হয় ডেনমার্কে।
আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতি নিয়ে কাজ করা বার্লিন-ভিত্তিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই’র ধারণা সূচকে গত কয়েক বছর বাংলাদেশে দুর্নীতির মাত্রা ওঠানামা করেছে।
২০২২ সালের প্রতিবেদনে অবশ্য পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়, ২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১২তম। আগের বছর ২৬ পয়েন্ট নিয়ে ছিল ১৩তম।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনেএ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। ১০০’র মধ্যে দেশটির স্কোর ৯০। এর পরের অবস্থান যথাক্রমে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ডের। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সোমালিয়ার স্কোর ১২। এরপর রয়েছে সাউথ সুদান ও ভেনিজুয়েলা।