রাজধানী হাতিরঝিল মহানগর ব্রিজের ওপরে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় হাতিরঝিল মাঝামাঝি একটি সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।
লিমা খানম আরও জানান, পরবর্তীতে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিল মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
এসএ