সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হবার ৯ দিন পর মোঃ শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকায় এই হামলার ঘটনার পর আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে তিনি মারা যান।
নিহত শাহীন একই এলাকার একাব্বর গাজীর ছেলে।
এ ঘটনায় গত (৫ এপ্রিল) শুক্রবার কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন নিহতের স্বজন আফসার আলী গাজী (মামলা নং–৬)। ঘটনার পর থেকে হামলাকারী মোঃ আমিনুর সরদার পলাতক রয়েছে। সে কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর কবির জানান, স্থানীয় মোঃ আমিনুর সরদারের সাথে মোঃ শাহীনের চাচী মোছাঃ শাহানারা খাতুনের হাঁস মুরগি ছেড়ে দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় আমিনুর সরদার শাহানারা খাতুনকে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে তার গলায় রশি বেঁধে দেন।
এ ঘটনা দেখে মোঃ শাহীন হামলাকারীকে নিবৃত্ত করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৭ এপ্রিল তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতাল এবং সর্বশেষ ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। সেখান থেকে তাকে বাগেরহাট জেলা সদরের রাখালগাতি ইউনিয়নের ক্ষুদ্রতাকশ্রী গ্রামে তার বোন নার্গিসের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সেখানে বৃহষ্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
যূথী/দীপ্ত সংবাদ