১২ মাসে ১৩ পার্বণের বাংলাদেশে পৌষ মাসের শেষ দিনটিকে ঘিরে রয়েছে একটি ঐতিহ্যবাহী উৎসব। পুরান ঢাকা বাসিন্দাদের কাছে যা ‘সাকরাইন উৎসব‘ নামে পরিচিত থাকলেও, কেউ কেউ এটিকে ‘পৌষ সংক্রান্তি‘ বলে থাকেন।
১৪ জানুয়ারি পালিত হয় ‘সাকরাইন উৎসব‘। পুরান ঢাকাই দিনের শুরু থেকেই বাড়িতে বাড়িতে চলে পিঠা বানানোর ধুম। সারাদিন এসব এলাকায় আকাশে রঙ–বেরঙের ঘুড়ি ওড়ে। ছাদে কিংবা রাস্তায় দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো হয়। অধিকাংশ সময়ে চলে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা।
সাকরাইন সামনে রেখে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শাঁখারীবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলো প্রস্তুত করা হচ্ছে। বেশির ভাগ বাসার ছাদে সাউন্ড–সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হচ্ছে।
সোমবার (১৩ জানুয়ারি) ঘুড়ির দোকানে ক্রেতাদের হিরিক জানান দিয়েছে সাকরাইনের পূর্ব প্রস্তুতি। তবে নানান নিষেধাজ্ঞা থাকায় গেল বছরের মতো এ বছর থাকছে না তেমন জমজমাট আয়োজন।
এসএ