রাতভর পাকিস্তান ও আফগান বাহিনী সংঘর্ষের পর প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
রবিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে গুলি চালায় আফগান বাহিনী। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে গত সপ্তাহে আফগানিস্তানে ভেতর পাকিস্তানি বিমান হামলার জবাব দিয়েছে তালেবান বাহিনী।
এদিকে, পাকিস্তান থেকে জানানো হয়েছে, আফগান বাহিনী হামলার তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, পাল্টা হামলায় আফগান সীমান্তের কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, রবিবার সকালে দুই পক্ষের গুলি বিনিময় শেষ হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা বলছেন, পাকিস্তানের কুররম অঞ্চলে থেমে থেমে গুলি বিনিময় অব্যাহত রয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান দুই সীমান্তপথ–তোরখাম ও চামান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ছোট তিনটি সীমান্ত পারাপার পথ—খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান বন্ধ করা হয়েছে।
সীমান্ত বন্ধের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কাবুল।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের কোনো অংশেই এখন কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।’
উল্লেখ্য, স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১ হাজার ৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।
এসএ