বিএনপি–জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধে প্রায় স্বাভাবিক রয়েছে রাজধানীর জনজীবন। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করছে।
অবরোধ শুরুর আগেই মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে রাজধানীসহ কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা যাত্রাবাড়ী মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় একজন আহত হন।
নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অপর একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের মহাসড়ক ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৪২টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সেই সাথে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
এসএ/দীপ্ত নিউজ