হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮.১২০ কেজি ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩২৬ ফ্লাইটে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমানটির আগমন পর্ব থেকেই নজরদারি চালান।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিমানের সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কাপড়ে লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এগুলো পরিত্যক্ত হিসেবে পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে কেউ মালিকানা দাবি করেনি।
ঢাকা কাস্টমস হাউসের উপ–কমিশনার মো. সাইফুর রহমান বলেন, “বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার থাকায় এই ধরনের সোনা চোরাচালান ঠেকানো সম্ভব হচ্ছে। উদ্ধারকৃত সোনার বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।“
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিমানবন্দরের মাধ্যমে সোনা চোরাচালান বাড়ছে, যার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আল