যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য যদি তাকে ভোট দেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে এমন দেশগুলোর জন্য মার্কিন সহায়তা বন্ধ করে দেবেন। এসব দেশের মধ্যে আছে পাকিস্তান, চীন, ইরান ও অন্যান্যরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টে লেখা এক নিবন্ধে এসব কথা বলেছেন নিকি হ্যালি।
তিনি বলেছেন, আমাদেরকে ঘৃণা করা দেশগুলোকে দেওয়া সহায়তা বন্ধ করে দেব। এক পয়সাও সহায়তা করব না। শক্তিশালী আমেরিকা খারাপ লোকদের সহায়তা করে না।
হ্যালি আরও বলেন, যুক্তরাষ্ট্র গত বছর বিদেশি সহায়তায় ৪৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে। যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। অর্থ কোথায় যায় এবং কোন কাজে ব্যয় হচ্ছে তা করদাতাদের জানার অধিকার রয়েছে। এর বেশির ভাগই আমেরিকা-বিরোধী দেশ ও স্বার্থের কাছে যাচ্ছে, যা জানলে করদাতারা হতবাক হবেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে প্রচারণা শুরু করেছেন নিকি হ্যালি।
প্রথম ভারতীয়-আমেরিকান বংশোদ্ভূত নারী হিসেবে মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশা করছেন হ্যালি। সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি নিজেকে ভারতীয় অভিবাসীদের গর্বিত কন্যা হিসেবে পরিচয় দেন। রিপাবলিকান পার্টির জন্য নতুন ভবিষ্যৎ তৈরির আশাও প্রকাশ করেন তিনি।
এমি/দীপ্ত