ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ফেনী পৌরসভা ভবন থেকে লুট হওয়া বিভিন্ন মালামাল ৫ দিন পর উদ্ধার হয়েছে।
রবিবার (১১ আগস্ট) পৌর এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে এসব জিনিসপত্র উদ্ধার করেন যুবদল–ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ফেনী পৌরসভা সূত্র জানায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে– ৯টি আলমারি, ৪টি রিপাবলিক চেয়ার, ৩টি ফ্যান, একটি টিভি, ২টি ফ্রিজ, তিনটি টেবিল, একটি এসি, ৩টি কেবিনেট, তিনটি মনিটর, তিনটি কি–বোর্ড, একটি সিপিউ, ৫০টি প্লাস্টিকের চেয়ার, ৮টি কাঠের চেয়ার, একটি স্ক্যানার, ২টি প্রিন্টার ও শহীদ মিনারের দুইটি গেইট।
এ ব্যাপারে ফেনী জেলা ছাত্র দলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিরিঞ্চি, ফকির বাড়ি, বড় বাড়ি, কামাল হাজার রোড, বারাহীপুর ও নাজির রোড এলাকায় লুট করা জিনিসপত্র রয়েছে বলে জানতে পারি।পৌরসভার জিনিসপত্র লুটপাটের ঘটনায় যুবদল–ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গত তিনদিন ধরে পৌর এলাকার বিভিন্ন পাড়া–মহল্লায় গিয়েছি। পরে পৌরসভার কর্মকর্তা–কর্মচারী ও পরিবহন নিয়ে গিয়ে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। বাকি জিনিসপত্র উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি জানান, আমাদের দলের সঙ্গে জ্বালাও–পোড়াও বা লুটপাটের রাজনীতির কোন সম্পর্ক নেই। আমাদের দল শান্তিপূর্ণ সংগঠন।
ফেনী পৌরসভার কর নির্ধারক মোহাম্মদ হানিফ বলেন, তারা পৌরসভায় এসে লুট হওয়া কিছু জিনিসপত্র আমাদের বুঝিয়ে দিয়েছেন। বাকি জিনিসপত্রগুলো খুব দ্রুত পাবো বলে আশা করছি।
মামুন/ আল/ দীপ্ত সংবাদ