রাশিয়া–ইউক্রেনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিকে কেন্দ্র করে সোমবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের ঝটিকা কিয়েভ সফরে যুদ্ধবিরতির আহ্বান জানাল বেইজিং। খবর রয়টার্সের।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় চীনের স্থায়ী প্রতিনিধি তাই পিং এ আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে মানুষের জন্য চিন্তা করতে, শান্তির জন্য চেষ্টা করতে, এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়া–ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে সহিংসতা বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজতে উভয় দেশের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর প্রতিষ্ঠারও ওপর গুরুত্বারোপ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ ও সহিংসতায় কেউ লাভবান হয় না। হানাহানি, হামলা এসব পরিহার করে উভয়পক্ষের উচিত সংযত আচরণ করা এবং উত্তেজনা নিরসনে আলোচনার টেবিলে বসা। পাশাপাশি সহিংসতার পরিবর্তে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সবপক্ষের সমর্থন থাকা উচিত বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও চীনের শীর্ষ কূটনীতিকের সাম্প্রতিক মস্কো সফর এবং চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের গুঞ্জনে রাশিয়া–ইউক্রেন ইস্যুতে চীনের কৌশলগত নিরপেক্ষতা ক্রমেই বিলীন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আফ/দীপ্ত সংবাদ