রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- জুয়েল আহমেদ, নাসিম উদ্দিন এবং মিজানুর রহমান। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া গ্রামে।
দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৪০ জন। প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা অপর বাসটি ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে-মুচড়ে যায়।