যশোরে বিএডিসির সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের অভিযোগে ডিলারসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর শহরতলী হামিদপুর বাজারে নয়ন এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ইউনিয়নের কৃষকদের ভৃতুর্কির এমওপি সার বিতরণ না করে কালোবাজারে অন্য ডিলারের কাছে বিক্রি করছিলেন।
আটকৃতরা হলেন, নয়ন এন্টারপ্রাইজের মালিক শাহবুদ্দিন ও নসিমন চালক সাইফুল ইসলাম।
প্রতক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা দিকে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের ঝুমঝুমপুরস্থ গোডাউন থেকে একটি নসিমনে করে ২০ বস্তা এমওপি সার বের করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি সন্দেহ হলে তারা নসিমনের পিছু নিয়ে দেখেন হামিদপুর বাজারে নয়ন এন্টার প্রাইজে সারগুলো নামানো হচ্ছে। এসময় তিনি স্থানীয় জনতার সহযোগিতায় সারগুলো আটক করে পুলিশে খবর দেন।
নয়ন এন্টারপ্রাইজের মালিক শাহবুদ্দিন, ইউপি চেয়ারম্যান এই সার গুলো তার দোকানে রাখতে বলেছে। চেয়ারম্যানের গোডাউনে জায়গা সংকট থাকায় তার গোডাউনে রাখা হচ্ছিল।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, আটক সারের বৈধ কোন কাগজপত্র আমরা খুজে পায়নি। এই সার কোথা থেকে আসলো সেটি আমরা সন্ধ্যান করছি। এর সাথে জড়ি কাউকে ছাড় দেয়া হবেনা।
এব্যাপারে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের মোবাইলে কল দেয়া হলে তিনি জানান, এ ব্যাপারে এখন কিছু বলবনা।
জুবায়ের/ আল / দীপ্ত সংবাদ