সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রকাশিত হয়েছে লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনএর নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’।

একাত্তরের গণহত্যায় প্রিয়জনের মৃত্যু দেখেছেন, লাশ টেনেছেন, শহিদদের রক্তে নিজের শরীর ভিজিয়েছিলেন এক প্রত্যক্ষদর্শী।তাকেও হত্যা করা হতো কিন্তু দৈব্যক্রমেই বেঁচে যান তিনি। আরেক শহিদের মাথার মগজটি মাটি থেকে তুলে কাফনে রেখেছিলেন তারই ছোটো ভাই। কী ঘটেছিল রক্তাক্ত ওই দিনগুলোতে?

প্রত্যক্ষদর্শী ও শহিদ স্বজনদের ভাষ্যে হৃদয়ে দাগকাটা একাত্তরের এমন মর্মস্পর্শী গণহত্যার ইতিহাস উঠে এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন এই বইটিতে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির গণহত্যা, সিলেটের কাইয়ার গুদামের নির্যাতন ও হত্যা, সৈয়দপুর ও সিরাজগঞ্জের গণহত্যাসহ একাত্তরের ৮টি গণহত্যার ইতিহাস তুলে ধরা হয়েছে শহিদ স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, যা একাত্তরে পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসরদের জেনোসাইড বা গণহত্যার প্রামাণ্য হিসেবেই উঠে আসে। একাত্তরের গণহত্যা সম্পর্কে এটি আগামী প্রজন্মকেও একটি নির্মোহ ধারণা দিবে।

একেকজন মুক্তিযোদ্ধার জীবনের গদ্যই লেখকের কাছে মুক্তিযুদ্ধের একেকটি ইতিহাস। তাই এক যুগেরও অধিক কাল ধরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে তিনি রেকর্ড করছেন মুক্তিযুদ্ধের নানা ঘটনা ও নাবলা কথাগুলো। পাকিস্তান এয়ারফোর্স থেকে পালিয়ে এসে এক বীরউত্তমের মুক্তিযুদ্ধে যোগদান, মুজিবনগর সরকারে খন্দকার মোশতাকের ভূমিকা, শরণার্থী ক্যাম্পগুলোর অবস্থা, কাজী আরেফদের একাত্তর ও একজন বীর নারীসহ ১০জন মুক্তিযোদ্ধার জীবনের গদ্য মুক্তিযোদ্ধার নিজ বর্ণনায়, বিভিন্ন দলিল, লেখাসংশ্লিষ্ট আলোকচিত্র সন্নিবেশিত করা হয়েছে নতুন এই গ্রন্থে। লেখাগুলোর শেষদিকে প্রায় প্রত্যেক মুক্তিযোদ্ধাই অকাট্য আশাবাদ ব্যক্ত করেছেন পরবর্তী প্রজন্মের প্রতি। দেশ নিয়ে তাঁরা তাঁদের স্বপ্নের কথাগুলোও বলেছেন আগামী প্রজন্মের উদ্দেশেই। নিঃসন্দেহে যা বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে উৎসাহিত করবে।

গৌরব ও বেদনার একাত্তর’ গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। বইটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা ও ঘটনা শোনাতে ব্রতী হয়েছেন, যাঁরা বা যা ছিল অন্তরালে।

গৌরব ও বেদনার একাত্তর’ বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। যা যে কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।’

একক প্রচেষ্টায় সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন বহু বছর ধরে। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার এবং ‘৭১এর আকরগ্রন্থ’ গ্রন্থটি ব্র্যাক ব্যাংকসমকাল সাহিত্য পুরস্কার২০২১ অর্জন করে। তার প্রকাশিত মোট গবেষণাগ্রন্থের সংখ্যা ৩৫টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ১৫টি।

গৌরব ও বেদনার একাত্তর’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।২৫৪ পৃষ্ঠার এ বইটির মুদ্রিত মূল্য ৫০০টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপনিগুলোতে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More