দীর্ঘ ৫বছর পর চতুর্থবারের মতো শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । শনিবার (১১ মার্চ) সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন তিনি। দীর্ঘ সময় পর এই সফরে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেবেন ৩০ প্রকল্পের। পাশাপাশি নগরীর সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলীতে দুটি স্থলবন্দর। পূর্ণাঙ্গ এ দুটি বন্দর চালু হলে দেশের আমদানি-রফতানি বাণিজ্য কয়েকগুণ বাড়বে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বর্ণিল ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেঁয়ে গেছে পুরো ময়মনসিংহ নগরী। জনসভা ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে উন্নয়নের মডেলে পরিণত করবেন। যেসব উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সেগুলোর বাস্তবায়ন করবেন বলেও তারা প্রত্যাশা করছেন।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে স্থল বন্দর, ব্রিজ-কালভার্ট ও বিভিন্ন কলেজ-বিদ্যালয়সহ রয়েছে সদর উপজেলার ৫০ শয্যার হাসপাতাল।
এদিকে সমাবেশ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুরোধে ময়মনসিংহ থেকে আটটি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।
আল/দীপ্ত