ময়মনসিংহ শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের শপিংমল, ফুটপাত, সবখানেই চলছে জমজমাট ঈদের কেনাকাটা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাকটি কিনতে পিছপা হচ্ছেন না কেউ।
ময়মনসিংহের গাঙ্গিনাপাড় স্টেশন রোড, রামবাবু রোড, নতুন বাজার ও চড়পাড়া এলাকাসহ, নগরীর বিভিন্ন শপিংমলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলে ।
ঈদের আগ মুহুর্তের ভিড় এড়াতে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা।
একজন ক্রেতা জানান, ‘পরে ভীর জমবে এজন্য আরকি তাড়াতাড়ি কেনাকাটা করছি।‘
ফ্যাশন হাউজগুলো গরমের বিষয়টি মাথায় রেখে এবার সুতির পাতলা কাপড়ের বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারে এনেছে।
এক ব্যবসায়ি জানান, যেহেতু এখন সামার সিজন তাই কটন ফ্রেব্রিক্স , ওয়েস্টার্ন সব টাইপের চাহিদা আছে।
তবে এখনো প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না বলে জানান দোকানিরা।
করোনা মহামারির কারণে গত দুই বছর ব্যবসায় ছিল ভাটা। এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার অপেক্ষা ব্যবসায়ীদের।
অনু/দীপ্ত সংবাদ