০
রাজধানী বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসের সামনে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
সোমবার (২০ জানুয়ারি) ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আটকে থাকা সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন ও চালক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে দুপুরে ঢাকার মহাখালীতে বিআরটিএ ভবনের সামনে চালকেরা রাস্তা অবরোধ করেন।
এতে উত্তরা–কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
উল্লেখ্য, বর্তমানে অবরোধ তুলে নেয়ায় স্বাভাবিক হয়েছে যান চলাচল।
এসএ