ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দুলা মিয়া সড়কের মিয়া মেম্বার বাড়ি এলাকায় মাদক মামলার আসামী ধরতে গিয়ে পুলিশকে মারধর করার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন জানান, সোমবার অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে পদুয়া মিয়া মেম্বার বাড়ি এলাকা থেকে বক্কর (৩৫) ও হৃদয় (২০) কে গ্রেপ্তার করা হয়। বক্কর ফেনী শহরের চাঁড়িপুর এলাকার ইয়াছিনের ছেলে ও হৃদয় শর্শদী ইউনিয়নের সুন্দরপুর এলাকার নুরু মিয়ার ছেলে।
প্রসঙ্গত, সোমবার মিয়া মেম্বার বাড়ি এলাকায় মাদক মামলার চিহ্নিত আসামী হাসানকে ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হন ফেনী মডেল থানার এএসআই অরুপ বড়ুয়া ও তার টিমের পুলিশ সদস্য। হামলাকারীরা হাসানকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অরুপ বড়ুয়া বাদি হয়ে মঙ্গলবার ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হাসান, বক্কর ও হৃদয় ছাড়াও সোহাগ, মিয়া মেম্বার বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে রাজীব (২৭), একই বাড়ির বাসিন্দা দেলোয়ার (৪০), শর্শদী ইউনিয়নের সুন্দরপুর এলাকার খোকনের ছেলে রিপন (২৬), একই এলাকার মৃত সাইদুল হকের ছেলে আমির হোসেন (২০), আবদুস সালাম মুহুরীর ছেলে সুমন (৩৫) এর নাম উল্লেখ করা হয়।
আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ