পাকিস্তানে সরকার গঠন নিয়ে জটিলতা এখনো কাটেনি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল– পিটিআই ও নওয়াজ শরিফের মুসলিম লিগ, দুই দলই সরকার গঠনের তোড়জোর করছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ২৫৭ আসনের মধ্যে ১০২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, যারা প্রায় সবাই ইমরানের দল তেহরিক–ই–ইনসাফ ( পিটিআই ) সর্মথিত। দ্বিতীয় স্থানে রয়েছে, নওয়াজ শরীফের মুসলীম লীগ। দলটি পেয়েছে ৭৩টি আসন। আর তৃতীয় স্থানে থাকা পিপিপি পেয়েছে ৫৪ আসন।
আরও পড়ুন: পাকিস্তানে এখনও ভোট গণনা চলছে, এগিয়ে স্বতন্ত্র
এদিকে, দলাদলি ভুলে ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। এক বার্তায় সুষ্ঠুভাবে ভোট সমপন্ন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন। তার মধ্যে ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। বাকি ২৬৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসএ/দীপ্ত নিউজ