প্রতি বছরের মতোই, ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বিশ্বজুড়ে বিজ্ঞান, সাহিত্য, শান্তি, এবং অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার প্রদান করা হয়। চলুন জেনে নিই, কোন বিভাগে কোন তারিখে পুরস্কার ঘোষণা করা হবে।
শারীরবিদ্যা বা মেডিসিন:
৭ অক্টোবর, সোমবার, স্থানীয় সময় ১১:৩০ (CEST) থেকে।
ঘোষণা স্থান: নোবেল অ্যাসেম্বলি, কারোলিনস্কা ইনস্টিটিউট, স্টকহোম।
পদার্থবিজ্ঞান:
৮ অক্টোবর, মঙ্গলবার, স্থানীয় সময় ১১:৪৫ (CEST) থেকে।
ঘোষণা স্থান: রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম।
রসায়ন:
৯ অক্টোবর, বুধবার, স্থানীয় সময় ১১:৪৫ (CEST) থেকে।
ঘোষণা স্থান: রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম।
সাহিত্য:
১০ অক্টোবর, বৃহস্পতিবার, স্থানীয় সময় ১৩:০০ (CEST) থেকে।
ঘোষণা স্থান: সুইডিশ একাডেমি, স্টকহোম।
শান্তি:
১১ অক্টোবর, শুক্রবার, স্থানীয় সময় ১১:০০ (CEST)।
ঘোষণা স্থান: নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো।
অর্থনীতি:
১৪ অক্টোবর, সোমবার, স্থানীয় সময় ১১:৪৫ (CEST) থেকে।
ঘোষণা স্থান: রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম।
নোবেল পুরস্কারের এই মর্যাদাপূর্ণ মুহূর্তগুলো nobelprize.org ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে, যা সারা বিশ্বের দর্শকদের নোবেল বিজয়ীদের সঙ্গে সেই মহিমান্বিত মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ করে দেবে।
প্রতি বছর ১০ই ডিসেম্বর নোবেল পুরস্কার দিবস পালন করা হয়। দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী, একজন সুইডিশ উদ্ভাবক এবং পণ্ডিত যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন।
১৯০১ সালের ১০ই ডিসেম্বরে, পদার্থবিদ্যা, রসায়ন, শরীরবিদ্যা বা চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়।
আল/ দীপ্ত সংবাদ