নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়ের জন্য আগাম মুদ্রানীতি ঘোষণা করেন।অনুষ্ঠানের শুরুতেই ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান মুদ্রানীতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন।
বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা ও মুদ্রানীতি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দেশের অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ সম্পর্কিত পরিকল্পনা নির্ধারণে সহায়ক।
কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছর দুইবার (জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করে। চলতি অর্থবছরের জন্য মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও বর্তমানে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আগের মতো রাখা হয়েছে।
গত ডিসেম্বরে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৭.২৮ শতাংশ, আর আগামী জুনের মধ্যে এটি ৯.৮ শতাংশে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
অন্যদিকে, সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৮.১০ শতাংশে পৌঁছেছিল, এবং নতুন মুদ্রানীতিতে এটি ১৭.৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে, নতুন মুদ্রা ছাপিয়ে অর্থ সরবরাহ বাড়ানো হবে না।
রিজার্ভ মানির প্রবৃদ্ধি কমানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। গত জুনে এটি ছিল ৭.৯ শতাংশ, এবং ডিসেম্বরে এটি ২ শতাংশে নামানোর লক্ষ্য ঠিক করা হয়। আগামী জুন পর্যন্ত এটি আরও কমিয়ে ১ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।