দুবাইতে বাংলাদেশি এক ফেরারি আসামির জুয়েলারি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার(১৫মার্চ) দুবাইয়ে আলোচিত আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যায় যোগ দেন তিনি। তবে পুরো সময় অনুষ্ঠানে ছিলেন না সাকিব।
ঘরের মাঠে ইংলিশ বধের রেশ পুরোপুরি কাটেনি। এরমাঝেই নতুন বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ঘিরেই জনস্রোতে রূপ নেয় পুরো অনুষ্ঠান।
দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে, রেঞ্জ রোভার গাড়িতে চড়ে দেশটির দেরা বাজারে যান সাকিব। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাভ খান।
সাকিবের দুবাই সফর নিয়ে সমালোচনার জন্ম হয় আরাভ খানকে নিয়েই। কারণ সংবাদমাধ্যমের খবর, পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক সদস্য হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান।
২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পুলিশের পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান।
এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
পরের বছর রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান‘। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানেই আছেন, জুয়েলারি ব্যবসা করছেন।
অনু/দীপ্ত সংবাদ