গত ২৬ মার্চ ড্রেজিং কাজ সম্পান্নের পর একের পর এক পায়রা বন্দরের ইনার এ্যাংকরেজে আসতে শুরু করেছে মাদার ভ্যাসেল। আগামী সপ্তাহে ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে দেশের ইতিহাসে ইনার এ্যাংকরেজে আসবে সবচেয়ে বড় জাহাজ ‘এমভি সোল’।
১০.২ মিটার গভীরতা, ১৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের এ জাহাজটিতে করে আনা হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা। সোমবার শেষ বিকেলে পায়রা বন্দরের ইনার আনকোরেজে ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাহামার পতাকাবাহী এ জাহাজ এসে পৌছাঁয় । এ জাহাজটি প্রায় ১ সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।
বন্দর কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের ইতিহাসের এত বেশি পরিমাণ কয়লা নিয়ে বন্দরের ইনার আনকোরেজে এই প্রথম মাদারভ্যাসেল আসে। আজ বিকাল থেকে কয়লা খালাস কার্য্যক্রম শুরু হবে।এর আগে গত বৃহস্পতিবার অরুনা হুলিয়া নামের ১০.২ মিটার গভীরতার আরো একটি জাহাজ ৩৭হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে। কয়লা খালাসের পর রোববার জাহাজটি বন্দর ত্যাগ করে। এসব কয়লা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপন্নের জন্য নিয়ে আসা হয়। আগামী সপ্তাহে দুবাইর ফুজাইরা বন্দর থেকে ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরে আসবে সাইরাজের পতাকাবাহী এমভি সোল।
এপর্যন্ত বন্দরে দেশী বিদেশী ১ হাজার ৪১৯টি জাহাজ পন্য খালাস করে। এর মধ্যে ৩০৭ টি কয়লাবাহী বিদেশি মাদারভ্যাসেল রয়েছে। এসব জাহাজ থেকে বন্দর আয় করেছে প্রায় সাড়ে ৮শ কোটি টাকা।
আল/দীপ্ত সংবাদ