বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে নির্বাচন কমিশনার মাছউদ রহমান, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন কাটানোর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। জানা গেছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২০ ফ্লাইটে দেশে ফেরার জন্য টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বোয়িং ৭৮৭–৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাকে ঘিরে সংবর্ধনা আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতিও পেয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। একই সঙ্গে তারেক রহমানের জন্য ঢাকায় একটি বাসভবনও নির্ধারণ করা হয়েছে।