ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের গণিত বিভাগের সামনের একটি গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি গাছ থেকে নামান।
এর আগে, ৯টায় দিকে পথচারীরা গাছের ওপরের অংশের ডালে ঝুলতে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। পরে বিষয়টি তাঁরা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান।
গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, কিছুক্ষণ আগেই লাশ নামানো হয়েছে। তিনি হয়ত ফুটপাতে ঘুমাতেন। কাপড় ফুটপাতে পড়ে ছিলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. সাইফুদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, ‘মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করা হবে।’
ফায়ার সার্ভিস এক সদস্য বলেন, তাঁরা গিয়ে জানতে পারেন, ঝুলতে থাকা ব্যক্তি মৃত। মরদেহটি একজন ভবঘুরে মানুষের হতে পারে। তাঁর বয়স ৫০ বছরের কাছাকাছি। তাঁর নাম–পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ