রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে প্রায় ৫৫ কেজির সোনা চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এর আগে গত রবিবার সোনা চুরির ঘটনা জানাজানি হয়। এ ঘটনা তদন্তের জন্য যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাস্টমসের গোডাউন থেকে স্বর্ণ চুরির ঘটনায় ভেতরের কেউ রয়েছে। অনেক এজেন্সির সিসি ক্যামেরা থাকলেও গত এক তারিখ থেকে নষ্ট।
ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার মোকাদ্দেস হোসেন জানান, এসব স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কিভাবে এতো স্বর্ণ উধাও হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছে না এখনই।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমের গুদাম। বিমানবন্দরে কাস্টমসহ বিভিন্ন এজেন্সির জব্দ করা মূল্যবান সামগ্রী জমা থাকে এই গুদামে।
বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণসহ প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুতগতিতে তদন্ত চলছে বলেও জানান পুলিশ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ