ঢাকাসহ আশেপাশের জেলা গুলোতে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও দুই থেকে তিনদিন রাজধানীসহ আশেপাশের শহরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুপ্রবাহের কারণেই এ বৃষ্টিপাত। আগামী দুই থেকে তিন দিন ঢাকাসহ আশপাশের শহরগুলোতে বৃষ্টিপাত থাকবে। এরপরও মৌসুমি বায়ু বিদায় নিলে বৃষ্টিও কমে যাবে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা তৈরি না হলেও বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে শপিংমলগুলোতে ক্রেতাদের উপস্থিতিও কম দেখা গেছে। এতে কেনাবেচা কম হওয়ায় বিক্রেতারাও পড়েছেন বিপাকে। তবে বৃষ্টির কারণে খুব একটা যানজট দেখা যায়নি ঢাকার রাস্তা গুলোতে।
এদিকে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।