নারায়নগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধে মূলমন্ত্র সচেতনতা। তাই ডেঙ্গু প্রতিরোধে জনগনের মাঝে সচেতনামূলক র্যালী, লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে মশার ঔষধ ছিটিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন নাসিক প্যানেল মেয়র আব্দুল করিম বাবু।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে শহরের ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও মশার ঔষধ ছিটান তিনি। ডেঙ্গুর ভয়াবহতা থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করতে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে ডেঙ্গু মশার কাঁমড়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং কোথাও মৃত্যুও বরণ করছেন। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আমাদের এখনই সচেতনা গড়ে তোলা জরুরী। মানুষের মাঝে সচেতনা ও সতর্ক করে তুলার জন্য আমরা এই কার্যক্রম চালাচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে আপনার বাড়ির আশেপাশের ডুবা, জলাশয় ও ময়লা আর্বজনার স্থানগুলো পরিস্কার করে রাখবেন। যাতে করে ডেঙ্গু মশা তৈরি হতে না পারে। কারন এই বিষাক্ত মশার কামড়ে আপনার সুন্দর জীবন শেষ হয়ে যেতে পারে। তাই সকলেই সতর্ক থাকুন।
তিনি আরো বলেন, এই বিষাক্ত ডেঙ্গু মশা থেকে কিভাবে মুক্তি পাওয়া সে বিষয়ে এই আয়োজন করেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে পূর্বে করোনাকালীন সময়ে পরিশ্রম করে এদেশের মানুষকে রক্ষা করেছেন। এখনো তিনি এই ভয়াবহ ডেঙ্গু রোগের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন। তারই নির্দেশনায় নাসিক থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধে আমরা মানুষকে রক্ষায় কাজ করে যাচ্ছি। ডেঙ্গু আতংক নয় সচেতনা জুরুরী। তাই মানুষকে সচেতন রাখতে আমাদের এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।
এসময় আব্দুল করিম বাবুর সাথে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, জাতীয় পার্টি নেতা মুদ্দাত হোসেন বেপারী, সমাজ সেবক এমআরকে রিয়েন, আওয়ামীলীগ নেতা রিয়াদ হাসান নহ এলাকার যুব সমাজ।
গৌতম সাহা/ আল/ দীপ্ত সংবাদ