সপ্তাহের প্রথম কর্মদিবসে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
রবিবার (০৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। এছাড়া বাসস্টপগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়।
ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আয়োজিত জনসমাবেশ (শহীদ মিনার)– এই দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন চালু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে।
সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ ও আজিমপুরসহ একাধিক এলাকায় যানজট ও ধীরগতির যান চলাচলের দৃশ্য চোখে পড়ে। যাত্রীদের অনেকে বাসে ওঠার জন্য ঠেলাঠেলি করতে দেখা যায়।
এদিকে মহাখালী মৎস্যভবন পল্টন গুলিস্তানসহ আশপাশের এলাকায় সমাবেশে আসা নেতাকর্মীদের গাড়ি পার্কিং করেছে ছাত্রদল। রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করায় যান চলাচলে বেশি ভিন্ন ঘটছে।
এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকটও।
আল