নতুন নামেও টিকে থাকতে পারল না পদ্মা ব্যাংক। এবার একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে।
একীভূত বা মার্জার হচ্ছে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানকে যুক্ত করা। অর্থাৎ, দুটি কোম্পানি মিলে একটিতে পরিণত হওয়া। সাধারণত সমজাতীয় দুই কোম্পানি ব্যবসায়িক স্বার্থকে সামনে রেখে একীভূত হয়।
ডুবতে থাকা ফারমার্স ব্যাংক প্রথমে মালিকানা এবং পরে নাম বদলে পদ্মা ব্যাংক হয় পাঁচ বছর আগে। আমানতকারীদের সুরক্ষা দিতে দুর্দশাগ্রস্ত সেই পদ্মা ব্যাংক এবার একীভূত হচ্ছে শরিয়ার ভিত্তিতে পারিচালিত এক্সিম ব্যাংকের সঙ্গে। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) এক্সিম ব্যাংকের পর্ষদ সভায় পদ্মা ব্যাংককে অধিগ্রহণের সিদ্ধান্ত হয়।
এতে চাকরি নিয়ে আতঙ্কে থাকা পদ্মা ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের ও দুশ্চিন্তায় থাকা আমানতকারীদের আশ্বস্ত করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছাড়া পদ্মা ব্যাংকের কেউ চাকরি হারাবে না। আমানতকারীদেরও আশ্বস্ত করেন তিনি।
একীভূতকরণ নিয়ে বাংলাদেশ ব্যাংক এখনও গাইডলাইন দিতে না অনেক কিছুই এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তবে উদ্যোগটিকে স্বাগত জানালেন বিশ্লেষকরা। পাশাপাশি ব্যাংককে দুর্বল করার জন্য দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরের শেষে পদ্মা ব্যাংকে ঋণের পরিমাণ ৫ হাজার ৭৪১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমান ৩ হাজার ৫৫২ কোটি টাকা বা প্রায় ৬২ শতাংশ।
এসএ/দীপ্ত সংবাদ