রাজধানী জিগাতলা এলাকায় ইবনে সিনা হসপিটালের সামনে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদয়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়ি পড়ার পর মো. আশরাফুল (২৩) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
আটক মো. আশরাফুল হাজারীবাগ, ট্যানারি মোড়ের তুলা গাছতলা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চড়শাহী ইউনিয়ন এলাকায়।
ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে জানান, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা? এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’।
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।
গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’
এসএ