গাজীপুরে বকেয়া বেতন আদায় ছাড়া মহাসড়ক ছাড়তে নারাজ টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন ওই কারখানার শ্রমিকেরা।
শনিবার (০৯ নভেম্বর) রাতভর শ্রমিকরা মহাসড়কেই ছিলেন। ওই মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের রয়েছে ওই মহাসড়কে চলাচল কারীরা।
গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় টি অ্যান্ড জেড গ্রুপের ছয়টি কারখানা রয়েছে। বকেয়া পাওনা না দিয়েই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ছয়টি কারখানায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘ দিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও বকেয়া পরিশোধে ব্যর্থ হয়।
শ্রমিকরা কয়েক দফায় মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন। শনিবার সকালে শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ৩০ ঘন্টা পর মহাসড়কে অবস্থান করছে তারা। বকেয়া বেতন আদায় ছাড়া মহাসড়ক ছাড়তে নারাজ ওই কারখানার শ্রমিকরা।
শ্রমিক অবরোধের কারণে ঢাকা– ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে রয়েছে ওই মহাসড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও পরিবহন চালকরা।
পুলিশ জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে ও কারখানা মালিকের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তাদের দাবির বিষয়ে অনর থাকায় সরানো যাচ্ছে না।
শ্রমিক আন্দোলনের কারণে রবিবার সকাল থেকে আশপাশের এলাকার অন্তত ৩০ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ওই মহাসড়কের বিকল্প পথে যানবাহন চলাচল করছে বলেও জানান, পুলিশের ওই কর্মকর্তা।
জাহাঙ্গীর/ আল / দীপ্ত