রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, প্রায় ৪শ দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর তিনটার দিকে মার্কেটে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।
খবর পেয়ে পৌঁনে চারটায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রাও।
দোকান মালিক সমিতি বলছে, আগুনে পুড়ে গেছে প্রায় ৪০০ দোকান। নষ্ট হয়েছে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মালামাল।
ফায়ার সার্ভিসের ১৭ ইউনিটের চেষ্টায় ৬ ঘন্টা পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস বলছে, অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা এই মার্কেটটিতে ছিল না আগুন নেভানোর কোন ব্যবস্থা। মার্কেটে ছিল অবৈধ বিদ্যুৎ সংযোগও।
আগুন নেভাতে কাজ করে বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌ বাহিনীও। ভিড় ঠেকাতে মোতায়েন করা হয় আনসার বাহিনীসহ চার প্লাটুন বিজিবি। ছিল পুলিশ ও র্যাব সদস্যরাও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
আগুন লাগার কারণ খতিয়ে দেখতে, এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন, উত্তর সিটি কর্পোরেশনসহ বেশ কয়েকটি সংস্থা।
এসএ/দীপ্ত নিউজ