গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে স্কটল্যান্ড।
হোবার্টে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া স্কটিশরা মাইকেল জোন্সের ব্যাটে ভর করে এই রান করে।
এদিন ৫৫ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখাল আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড।
গ্রুপ বি–তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে প্রতিবেশী আয়ারল্যান্ডকে বড় টার্গেট দেন স্কটল্যান্ড। জবাবে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের দারুণ ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেন করে আয়ারল্যান্ড। ৩২ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আইরিশদের জয়ের নায়ক ক্যামফার।
এই জয়ে সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে দারুণভাবে টিকে থাকল আয়ারল্যান্ড।
আল/দীপ্ত