রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। এ ছাড়া, হতাহতের কোনও সংবাদও আমাদের কাছে আসেনি।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা।