চতুর্থবারের মতো ময়মনসিংহ সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুরে এই নগরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিকেলে সার্কিট হাউস মাঠ থেকে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ৩০টির ভিত্তিস্থাপনের কথা রয়েছে তার।
জাতীয় নির্বাচনের আগে ময়মনসিংহে তার সফরকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতি ও দিকনির্দেশনার প্রতীক্ষায় দলের নেতা–কর্মীরা। বিশাল জনসভায় জমায়েতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বেষ্টনীর জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন দাবি উত্থাপন করেছেন স্থানীয় সংগঠন জনউদ্যোগ ও নাগরিক আন্দোলনের নেতারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে– বিমানবন্দর, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, হাসপাতালটিকে তিন হাজার শয্যার হাসপাতাল করা, ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় দুর্ভোগ যানজট নিরসন ও অবকাঠামোগত উন্নয়নসহ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে ১০ লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, ‘বিগত সময়ে ময়মনসিংহের মানুষ প্রধানমন্ত্রীর কাছে কিছু চায়নি। নেত্রী যা অনুধাবন করেছেন তাই দিয়েছেন। এবারও চাওয়া পাওয়ার কিছু নেই। উনি যা ভালো মনে করবেন তাই দেবেন, আমরা তাতেই খুশি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘আমরা নেত্রীর জনসমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে নেত্রীর মুখে হাসি ফোটাতে চাই। এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। নেতা–কর্মীরাও সেভাবেই প্রস্তুতি নিয়েছেন।
আফ/দীপ্ত সংবাদ