পৌষের কনকনে শীত আর হিমেল হাওয়ায় জবুথবু উত্তরের জনপদ। অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ডাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তীব্র ঠাণ্ডা আর বাতাসে তিন দিন ধরে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। শনিবার সকাল সাড়ে ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এতে ভোগান্তিতে পড়ছে ছিন্নমূল ও নিম্নবৃত্তের মানুষ।
নীলফামারীতে জেঁকে বসেছে পৌষের শীত। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা। ফলে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
শীত আর বাতাসে বেকায়দায় গাইবান্ধার মানুষ। অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হওয়া কঠিন। বেশি অসুবিধায় পড়ছে ছিন্নমূল মানুষ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় — ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরেও গত কয়েকদিন ঠাণ্ডা বেড়েছে। এতে বয়স্ক ও শিশুরা ভাগান্তিতে পড়ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
শীত আর বাতাসের দাপটে তটস্থ নওগাঁর মানুষ। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামেও শীতে জনজীবন ব্যাহত হচ্ছে। অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হতে পারছে না স্থানীরা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।