আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে আসবে প্রথম কিস্তি। বুধবার ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর, এ কথা জানান অর্থমন্ত্রী।
সরকারের অনুরোধে ২৬ অক্টোবর ঢাকায় আসে আইএমএফের একটি প্রতিনিধিদল। দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ব্যাংকসহ, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ৩০টি বৈঠক করে দলটি। ঋণ পেতে আর্থিক ও রাজস্বসহ, কয়েকটি খাতে বেশ কিছু সংস্কারের পরামর্শ ও শর্ত দেয় আইএমএফ।
বুধবার রাহুল আনন্দের নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। পরে অর্থমন্ত্রী জানান, আইএমএফ তিন মাসের মধ্যে ঋণের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে।
তিনি জানান, রাজস্ব আয় বাড়াতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির কিছু পরামর্শ গ্রহণ করবে সরকার। বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আইএমএফ প্রতিনিধি দল।
৪২ মাসে, সাত কিস্তিতে আসবে ৪৫০ কোটি ডলারের এই ঋণ। সুদের হার হবে শতকরা ২ দশমিক ২ ভাগ।