আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ ছাড়ে অতিরিক্ত শর্ত আরোপ করলে বাংলাদেশ সরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
শনিবার (৩ মে) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।
আনিসুজ্জামান বলেন, ‘আইএমএফ যদি অতিরিক্ত শর্ত দেয়, তবে বাংলাদেশ আর এই ঋণ নিতে আগ্রহী থাকবে না। কারণ সব শর্ত মানতে গেলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে।‘
সেমিনারে বক্তারা জানান, আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে কৃষিতে বরাদ্দ বাড়ানো, পোল্ট্রি ফিডের কাঁচামালে ভ্যাট–শুল্ক কমানো এবং খামারিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনার ওপর গুরুত্ব দেন কৃষি অর্থনীতিবিদরা।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে বাংলাদেশ। এর আওতায় প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ডলার, দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ২০ লাখ ডলার এবং তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা নিয়ে চলছে আলোচনা।