যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সাড়ে ৪ বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশন। ফলে, সেখান থেকে ঘূর্ণিঝড় ও আবহাওয়া–সংক্রান্ত বার্তা দেওয়া সম্ভব হচ্ছে না।
বন্ধুত্বের প্রতীক হিসেবে, ১৯৬৯ সালে পটুয়াখালীর কলাপাড়ায় এই রাডার স্টেশনটি নির্মাণ করে, জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা– জাইকা। ২০০৮ সালে পুরনো অবকাঠামো ভেঙে, জাপান রেডিও কোম্পানি এতে সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করে।
কিন্তু ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন সিষ্টেমে ক্রটির কারণে, ২০১৮ সালের এপ্রিলে স্টেশনটি প্রায় অকার্যকর হয়ে যায়। ২০২২ সালের অক্টোবরে জাপানের প্রকৌশলীরা সমস্যার সমাধান করেন। কিন্তু আবার দেখা দিয়েছে ত্রুটি।
আবহাওয়ার পূর্বাভাস ঠিক সময়ে পৌঁছাতে, রাডার স্টেশনটি দ্রুত চালুর দাবি জেলেদের। বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
প্রাকৃতিক দুর্যোগের তথ্য সঠিক সময়ে পৌঁছলে, রক্ষা পাবে উপকূলের অসংখ্য জেলের জানমাল।
আল/দীপ্ত সংবাদ