শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

১৫০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫০ এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এই বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে এই ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে একটি শিশুর জীবন, পরিবার এবং সমাজের ভবিষ্যৎ বদলে যেতে পারে। দোস্ত এইডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সভাপতির বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড বিশ্বাস করে শিক্ষা হলো টেকসই উন্নয়নের সবচেয়ে শক্ত ভিত্তি। আর্থিক সংকটের কারণে যেন কোনো এতিম শিক্ষার্থী ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর পরিসর আরও সম্প্রসারণ করা হবে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, শিক্ষিত প্রজন্মই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলে। দোস্ত এইডের মতো সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর প্রত্যেককে ৬,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More