দেশে প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত চারদিনে মুগদা হাসপাতালে ভর্তি হলো প্রায় ৪০০ রোগী। বুধবার (৫ জুলাই) মুগদায় ভর্তি রয়েছে ৩৩১ জন রোগী।
মুগদা হাসপাতালের তথ্যমতে অন্য হাসপাতাল গুলোতে ও হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোমবার (৩ জুলাই) থেকে মঙ্গলবার (৪ জুলাই) এ ২৪ ঘন্টার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে। এ মাসে ৪ দিনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৫৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন ও ঢাকার বাইরে ৫০৯ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট নয় হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৬৫৫ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৩৮ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা সাত হাজার ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৮৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ১৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট এবং সেপ্টেম্বর এ দুই মাসে আক্রান্ত হন প্রায় ৭০ হাজার আর মারা যান ১০৮ জন। ২০২১ সালেও আগস্ট এবং সেপ্টেম্বরই ছিল পিক টাইম। যদিও গত বছর ডেঙ্গু মাথাচাড়া দেয় অক্টোবর এবং নভেম্বরে।
আফ/দীপ্ত নিউজ