সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

স্বল্প জমিতে মিশ্র আবাদে ঝুঁকছে কৃষক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বল্প জমিতে মিশ্র আবাদ করে লাভবান হওয়ায় এ চাষে ঝুঁকছেন কৃষক। একই জমিতে দুইতিন ফসল চাষে একদিকে যেমন খরচ কমছে, তেমনি মিলছে বেশি ফসল। তাই মুনাফাও হয় বেশি। ফলে এই উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে মিশ্র চাষ পদ্ধতি। নতুন করে উৎসাহিত হচ্ছেন অনেক কৃষক। এভাবে গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়ছে এই চাষ পদ্ধতি। এবারও মিশ্র আবাদে ভালো লাভ করবেন বলে আশা করছেন কৃষকেরা।

সরেজমিনে ঘুরে দেখা গেঝে, কৃষকেরা ডায়মন্ড, কার্ডিনাল, দেশীয় জাতের লাল পাকড়ী আলু চাষ করছেন। আলু বীজ রোপণের সঙ্গে খেতে মিষ্টি কুমড়া, ধনেপাতা, টমেটো, শিম, রসুন, কপি, মুলা,মরিচের আবাদ করেছেন। এছাড়া একই জমিতে শসা, বরবটি ও লাউ চাষ করেছেন চাষিরা। অনেক জমিতে উন্নত জাতের আলু চাষাবাদ করেছেন কৃষকেরা। আলুর সঙ্গে সাথি ফসল হিসেবে তাঁরা বেশি চাষ করছেন টমোটো,মিষ্টি কুমড়া,লাল শাক,মরিচ,বিভিন্ন জাতের কপি ও ধনে পাতাসহ অন্যান্য ফসল। আগাম মিশ্র আবাদের সবজি হিসেবে ধনেপাতা, লাল শাক,মুলা,শসা, করলা এবং আগাম আলু ও শিমসহ বিভিন্ন ধরনের সবজি বাজারে বিক্রি করছেন এখন অনেক চাষি।

উপজেলার কান্দাপাড়া গ্রামের সবজি চাষি কদম আলী বলেন, আমি ৫৫ শতক জমিতে মিশ্র সবজির চাষ করেছে। আমার জমি কম ধাকায় বেশি লাভের আশায় এই জমিতেই কয়েক রকমের সবজির আবাদ করতে হয়েছে। জমিতে আলুর আবাদ করেছে। এর সাথি ফসল হিসেবে টমেটো,লাল শাক, ধনেপাতা, কাচাঁ মরিচ, বাধাঁকপি,ফুলকপি,ও শিমের আবাদ করেছে। ফলনও অনেক ভাল হয়েছে। আশা আশা করছি এতে বাড়তি আয় হবে ও অনেক লাভবান হতে পারব।

হরগজ খাসেরচর এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, বাজারে যার আলু যত আগে উঠবে, তার লাভ তত বেশি। তাই আগেভাগেই আলু আবাদ করছি। পাশাপাশি ধনেপাতা ও ওপরে মাচা করে শিম, শসা, লাউ ও বরবটি গাছ রোপণ করেছি। ইতিমধ্যে শসা বাজারে বিক্রি করে ভালো দাম পাচ্ছি।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলায় এবার সবজির আবাদ হয়েছে ৯১০ হেক্টর জমিতে। এরমধ্যে আলু আবাদ হয়েছে ১২০ হেক্টর জমিতে। এর সঙ্গে ২০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া এবং বাকি জমিতে অন্যান্য সবজির মিশ্র আবাদ হয়েছে। একই জমিতে মিষ্টি কুমড়া, ধনেপাতাসহ অন্যান্য ফসলের মিশ্র আবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। মিশ্র আবাদে কম খরচে ভালো ফলন পাওয়ায় উপজেলায় দিন দিন মিশ্র আবাদে ঝুকছেন কৃষকরা। কৃষিতে আরো ভাল করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে উপজেলার কৃষকরা চাষে আগ্রহী ও স্বাবলম্বী হতে পারে।

 

আরও পড়ুন: শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

 

জাহিদুল চন্দন /আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More