গারো পাহাড় ঘেরা শেরপুরের সীমান্তবর্তী তিন উপজেলার পতিত জমিতে চাষ হচ্ছে রকমারি সবজি। কৃষি বিভাগ বলছে, দিন দিন সবজির আবাদ বেড়ে যাওয়ায়, ওই অঞ্চলে কৃষিতে বিল্পব ঘটেছে।
শেরপুরের পাহাড়ি অঞ্চল ঘেরা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর টিলার পতিত জমিতে চাষ হচ্ছে লাউ, বেগুন, বাঁধাকপি, ফুলকপিসহ ১২ রকমের সবজি। এবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আগাম শীতকালীন শাক-সবজির আবাদ করে লাভের মুখ দেখছেন চাষীরা।
এরইমধ্যে সবজি বিক্রি শুরু হয়েছে। দামও ভাল পাচ্ছেন চাষীরা। আড়ৎদাররা জানান, স্থানীয়দের চাহিদা মিটিয়ে বেশিরভাগই আসছে ঢাকায়। কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি এসব টিলায় প্রতিবছর ৪০ হাজার মেট্রিকটন সবজি উৎপাদন হয়।
পাহাড়ি এলাকায় ব্যাপক আকারে সবজি চাষ হলে, কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা।