দেশে চলমান লোডশেডিং বেশিদিন থাকবে না আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (১৯ অক্টোবর) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই কথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন, কোভিড শেষ নাn হতেই ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানির অবিশ্বাস্য দাম বেড়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। প্রভাব পড়ছে আমাদের ওপরেও।
তিনি আরও লিখেছেন, ভবিষ্যতের কথা ভেবে সরকার বিদ্যুৎ ও জ্বালানিখাতে সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমেছে। সবাই কমবেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই, এই সংকট বেশিদিন থাকবে না। সবার সাময়িক কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।