ঘরে নারীর কাজকে শ্রমঘণ্টা হিসাবে গণ্য করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। রোকেয়া দিবসে দেশের বিশিষ্ট পাঁচ নারীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
নারী জাগরণের ক্ষেত্রে রোকেয়া সাখাওয়াত হোসেনের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরুপ, এবার রোকেয়া পদক পেলেন, দেশের বিশিষ্ট পাঁচ নারী। শুক্রবার রোকেয়া দিবসে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী শিক্ষা, অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতি বিকাশ এবং পল্লী উন্নয়ন এই পাঁচ বিভাগে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীর হাতে পদক তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। পদকপ্রাপ্তদের আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রামের স্বর্ণপদক ও প্রত্যেককে চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেয়া হয়।
পরে সরকার প্রধান তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই নারীদের আরও এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার। তিনি বলেন, সরকার সুযোগ করে দিয়েছে বলেই, প্রায় সকল ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।
২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার কোরে, চলমান অর্থনৈতিক মন্দা মোকবিলায় সকলের সহযোগিতা চান তিনি। পরে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।