ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়াতে হলে, দায়িত্ব নিতে হবে বোলারদের। সংবাদ সম্মেলনে, এমনটিই বললেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
কাঁধের ব্যাথা থেকে সেরে উঠলেও, চট্টগ্রাম টেস্ট খেলেননি তারকা পেসার তাসকিন আহমেদ। তবে, ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে দেখা যাবে তাকে। অনুশীলনের সময় পিঠে চোট পাওয়ায়, খেলতে পারবেন না পেসার ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। তারপরও বাংলাদেশের বোলিং কোচ ভরসা করছেন বোলারদের ওপরই।
বাংলাদেশ বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন “কিছুটা পরিবর্তন আসবে বোলিং বিভাগে। তাসকিনকে স্বাগত জানাবো একাদশে, খালেদ তো আছেই। ভারতের শক্ত ব্যাটিং অর্ডার থামাতে, বোলারদের ভূমিকা বেশি। আমি আশাবাদী তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে।”
অধিনায়ক সাকিব আল হাসান, চট্টগ্রাম টেস্টে বল করেছেন মাত্র ১২ ওভার। এখন আর কোনো সমস্যা নেই তার। স্পিনার তাইজুলের সাথে দেখা যেতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা অফস্পিনার নাসুম আহমেদকে।
ডোনাল্ড, আরও বলেন “সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাকিব একটু চোট পেয়েছিল, তবে তা কাটিয়ে উঠেছে। সে ঠিক আছে এবং বল করবে। সাথে নাসুমকে রাখার চিন্তা করা হচ্ছে।”
ঢাকা টেস্টে টস অনেক বড় ভূমিকা রাখবে। আগে ব্যাট করে সাড়ে তিনশো রান করতে পারলে, ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে বলে মনে করেন টাইগারদের বোলিং কোচ।