বুধবার চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। এটিকে বরণ করতে প্রস্তুত ঢাকাবাসী। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আপাতত মেট্রোরেল চলবে দিনে ৪ ঘণ্টা। ওঠানামা করা যাবে শুধু উত্তরা ও আগারগাঁও স্টেশনে।
জুনে পদ্মাসেতু উদ্বোধনের পর, আলোর মুখ দেখছে আরেক মেগা প্রকল্প। দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হচ্ছে মেট্রোরেল সার্ভিস। উপরে যখন স্টেশন সাজানোর প্রস্তুতি, নীচের সড়ক তখন সেজেছে নতুন রূপে। মেট্রোরেলের কাজের কারণে এতদিন যে সড়ক ছিল দুঃসহ ‘ভোগান্তি’র নাম, সেই সড়ক এখন ‘সুন্দর’ ও ‘স্বস্তির’ বিজ্ঞাপন।
উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৩ কিলোমিটার পথে মেট্রোরেল চললেও, ৯টি স্টেশনের মধ্যে আপাতত ৫টি স্টেশন থেকে ওঠা-নামা করা যাবে। কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর স্টেশনের কিছু কাজ বাকি থাকায়, আপাতত এগুলো বন্ধ থাকবে।
শুরুতে মেট্রোরেল চলবে প্রতিদিন ৪ ঘণ্টা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
পিটিসি: এক সময় যা ছিল কল্পনার, যা ছিল স্বপ্নের; এখন তা-ই বাস্তব হয়ে ধরা দিচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বৃহস্পতিবার থেকেই মেট্রোরেলে উঠতে পারবেন সবাই। এরমধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে বৈদ্যুতিক রেলের যুগে।