বাণিজ্য মেলায় ‘হাজি’ নাম দিয়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে পাঁচটি স্টলে। সবাই নিজেদের আসল হাজি দাবি করছে। ভোক্তারা বলছেন, এসব বিরিয়ানি তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। তাদের আশা, এ বিষয়ে নজর দেবে মেলা কর্তৃপক্ষ।
অনেক হাজিতে ভরে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ফলে প্রতিদিনিই এসব হাজিদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। এই হাজি আর কেউ নয় ‘বিরিয়ানি হাউস’। নামে হাজির বিরানি হলেও মানে কতখানি প্রশ্ন সেখানেই।
এবারের বাণিজ্য মেলায় হাজির বিরিয়ানি নামে স্টল ৫টি। এসব স্টলের সাইনবোর্ডে কেউ লিখেছেন হাজি বিরিয়ানি আবার কেউ আগে পরে লাগিয়েছে অন্য শব্দ। সবারই দাবি, তারা আসল হাজি। এতগুলো হাজি দেখে যেকারো মনে প্রশ্ন জাগতে পারে কোনটি আসল? বাণিজ্য মেলায় যাওয়া মানুষও তাই হাজি নিয়ে পড়ছেন বিভ্রান্তিতে।
বাণিজ্য মেলায় বিক্রি করা বিরিয়ানি রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। যেখানে মুরগি ছোলা বা পরিষ্কার হচ্ছে, সেখানেই রাখা হচ্ছে রান্না করার পর। ভোক্তাদের দাবি, এ ব্যাপারে নজর দেবে বাণিজ্য মেলা কর্তৃপক্ষ।