জর্জিয়া মেলোনি শুক্রবার (২১ অক্টোবর) ইতালির প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। উগ্র ডানপন্থী এই নেতা হলেন, ইতালির প্রথম মহিলা সরকার প্রধান।
প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই রোম থেকে ৪৫ বছর বয়সী মেলোনি তার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। যারা শনিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সামনে শপথ নেবেন।মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টি গত মাসে ২৬ শতাংশ ভোট জিতেছে। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লীগ যথাক্রমে আট এবং নয় শতাংশ ভোট পেয়েছে। তিনি ছয় মহিলাসহ তার ২৪ জন মন্ত্রীর তালিকা প্রকাশ করেছেন।
মেলোনি বলেছেন, ‘আমি একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বৈদেশিক নীতি লাইনের সঙ্গে সরকারের নেতৃত্ব দিতে চাই।’